গ্যাস সংকট, জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানের মতো ঢাকা-৯ আসনের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে ছয় দফা বিস্তৃত রূপরেখা তুলে ধরেছেন আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
শনিবার দুপুরে রাজধানীর খিলগাঁও মডেল কলেজে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব আশ্বাস দেন।
এ সময় তাসনিম জারা বলেন, ঢাকা-৯ এ শহরের প্রাণ, কিন্তু আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়। আমরা গুলশান-বনানীর সমান ট্যাক্স দেই, সমান বিল দেই কিন্তু সেবা পাই তৃতীয় শ্রেণির। ভোটের সময় নেতারা আসেন, ভোট নেন, তারপর উধাও হয়ে যান। রাষ্ট্র আমাদের কেবল রাজস্ব আদায়ের উৎস মনে করে। টাকা নেয়ার সময় আছে, কিন্তু সেবা দেয়ার সময় নেই।
তাসনিম জারা আরও বলেন, আমি পেশাদার রাজনীতিবিদ নই, আমি এ এলাকার মেয়ে। আমার কথা একেবারেই পরিষ্কার, ঢাকা-৯ এর অবহেলার দিন শেষ। আমরা সমান ট্যাক্স দেই, আমাদের অধিকারও সমান। আমাদের ন্যায্য পাওনা আমরা বুঝে নেব। আমি অতিথি পাখি নই, আমি এ এলাকারই ঘরের মেয়ে। আমি আমাদের সমস্যা বুঝি, তাই সমাধান করতেই এসেছি।
এ সময় ইশতেহারে ডা. তাসনিম জারা তার ছয়টি প্রতিশ্রুতি তুলে ধরেন। সেখানে তিনি সমস্যা উল্লেখ করে এর সমাধানে কী করবেন, তারও রুপরেখা দেন।
গ্যাস, রাস্তা ও জলাবদ্ধতা: বাসযোগ্য ঢাকা ৯ চাই
ডা. জারা অভিযোগ করেন, মাসের পর মাস গ্যাস না পেলেও জনগণকে বিল দিতে হচ্ছে, যা কার্যত প্রতারণার শামিল। তিনি সংসদে নির্বাচিত হলে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রণয়নের উদ্যোগ নেবেন বলে জানান। একই সঙ্গে পাইপলাইন গ্যাসের ব্যর্থতার দায় নিয়ে সরকারিভাবে ভর্তুকি মূল্যে এলপিজি সরবরাহ এবং এলপিজি বাজারের সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দেন।
জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা ও সড়কের বিষয়ে তিনি জানান, বর্ষা শুরুর আগেই খাল ও নর্দমা পরিষ্কার নিশ্চিত করতে ওয়াসা ও সিটি কর্পোরেশনের ওপর কঠোর নজরদারি রাখা হবে।
স্বাস্থ্য: ঢাকা ৯-এ চিকিৎসায় অবহেলা আর মানব না
ঢাকা-৯ এলাকার স্বাস্থ্যখাতে জোরালো হস্তক্ষেপের অঙ্গীকার করে তিনি জানান, একজন চিকিৎসক হিসেবে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক চিকিৎসা এবং জবাবদিহিতার আওতায় আনার উদ্যোগ নেবেন। ডেঙ্গু মোকাবিলায় লোক দেখানো মৌসুমি কার্যক্রমের বদলে সারা বছরব্যাপী ‘ডেঙ্গু টাস্কফোর্স’ গঠনের ঘোষণা দেন তিনি। পাশাপাশি নারীস্বাস্থ্য, গর্ভবতী মায়েদের সাশ্রয়ী চিকিৎসা এবং নারী-বান্ধব অবকাঠামো নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
নিরাপত্তা: মাদক সিন্ডিকেট হটিয়ে রাস্তা হবে জনগণের
এলাকার অলিগলিতে মাদক সিন্ডিকেটের দাপটের অভিযোগ তুলে ডা. জারা বলেন, সন্ধ্যার পর নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করাই তার অগ্রাধিকার। স্কুল, কলেজ ও কর্মস্থলকেন্দ্রিক রাস্তায় সিসিটিভি ও শক্তিশালী ল্যাম্পপোস্ট স্থাপন করে ‘নিরাপদ করিডোর’ গড়ে তোলার কথা জানান। মাদকাসক্তদের চিকিৎসা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অঙ্গীকারও করেন তিনি।
শিক্ষা: আমাদের সন্তানদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ হোক
শিক্ষাব্যবস্থায় ভর্তি বাণিজ্য ও ঘন ঘন নীতি পরিবর্তনের সমালোচনা করে ডা. জারা স্পষ্ট ঘোষণা দেন -স্কুল ভর্তিতে এমপির কোনো কোটা বা সুপারিশ থাকবে না। স্কুল গুলোতে আধুনিক বিজ্ঞান ল্যাব, লাইব্রেরি, কোডিং ও ভাষা শেখার সুযোগ তৈরির মাধ্যমে ‘স্মার্ট প্রজন্ম’ গড়ার লক্ষ্য তুলে ধরেন তিনি।
অর্থনীতি ও জীবিকা: মেধা আমাদের সবার, সুযোগ কেন কেবল ধনীদের?
বেকার তরুণদের জন্য ‘স্টার্ট-আপ ঢাকা-৯’ ফান্ড গঠনের ঘোষণা দিয়ে তিনি বলেন, জামানত ছাড়াই সহজ শর্তে ঋণ পেতে ব্যাংকগুলোর ওপর চাপ সৃষ্টি করবেন। কর্মজীবী মায়েদের জন্য প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ডে-কেয়ার সেন্টার এবং স্থানীয় উদ্যোক্তাদের জন্য ই-কমার্স প্রশিক্ষণের পরিকল্পনাও তুলে ধরেন।
জবাবদিহিতা: আমি ‘অতিথি পাখি’ নই, আমি আপনাদের ঘরের মেয়ে
ভোটের পর নেতাদের খোঁজ না পাওয়ার সংস্কৃতির সমালোচনা করে তিনি জানান, নির্বাচিত হওয়ার এক মাসের মধ্যেই এলাকায় স্থায়ী কার্যালয় চালু করা হবে। সেখানে সন্ধ্যা পর্যন্ত সেবা পাওয়া যাবে। অভিযোগ নিষ্পত্তির জন্য থাকবে ওপেন ডিজিটাল ড্যাশবোর্ড, যেখানে নাগরিকরা তাদের সমস্যার অগ্রগতি দেখতে পারবেন। তিনি জোর দিয়ে বলেন, আমার কাছে আসতে কোনো প্রটোকল বা মধ্যস্থতাকারীর দরকার হবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

