আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুন্ডুুতে যৌথবাহিনীর অভিযানে ১২টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।শুক্রবার দিবাগত রাতে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মন্ডলতোলা গ্রামে খড়ের ভেতর থেকে এ ককটেল উদ্ধার করা হয়।

হরিণাকুন্ডু আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর মনোয়ার জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মন্ডলতোলা গ্রামে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে রিয়াজ উদ্দিনের বাড়ির পাশে খড়ের মধ্যে লুকানো অবস্থায় ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার ককটেলগুলো হরিণাকুনউ থানায় জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

হরিণাকুন্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় বলেন, গত রাতে যৌথবাহিনীর অভিযানে উদ্ধার করা ১২টি ককটেল থানায় জমা দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন