যশোরের বাঘারপাড়ায় অভিযানে ১০টি গ্রেনেড, ৩টি বিদেশি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। একই সাথে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্র গোলাবারুদের কথিত মালিক রায়হান মোল্লা পালিয়ে যায়।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িহাগড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে শনিবার বিকেল ৪টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দড়িহাগড়া গ্রামের চুন্নু মোল্লার বাড়িতে অভিযান চালায়। রাত ৮টা পর্যন্ত চলা অভিযানে ওই বাড়ি থেকে দশটি গ্রেনেড, আমেরিকার তৈরি তিনটি পিস্তল (৭ দশমিক ৬৫ মডেলের), ১৯ রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি ছুরি ও একটি ক্ষুর উদ্ধার করা হয়। তবে এসব অস্ত্র ও গোলাবারুদের মালিক চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৮) অভিযানের আগেই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, যৌথবাহিনীর এ অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

