আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: মাওলানা হাবিবুর রহমান

সিলেট ব্যুরো

দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: মাওলানা হাবিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

শনিবার দুপুরে সিলেট নগরীর পিডিবি পয়েন্ট সংলগ্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় গণসংযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মাওলানা হাবিবুর রহমান বলেন, “আপনারা যদি ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন, তাহলে আমার দুয়ার ২৪ ঘণ্টা আপনাদের জন্য খোলা থাকবে। আমরা শাসক হতে আসিনি, আপনাদের খাদেম হতে এসেছি।”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আগামী নির্বাচনে আপনার পবিত্র আমানত ভোটটি দাঁড়িপাল্লা মার্কায় দিয়ে আমাদের বিজয়ী করুন। ইনশাআল্লাহ আমরা সুখে-দুঃখে আপনাদের পাশে থাকবো।”

তিনি আরও বলেন, দেশে যাতে আর কখনো ফ্যাসিবাদ কায়েম না হতে পারে, সে জন্য দেশপ্রেমিক ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিতে হবে। “আমরা বিজয়ী হলে এই জনপদের মানুষের মুখে হাসি ফোটানোর সর্বোচ্চ চেষ্টা করবো,”—বলেন তিনি।

গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মহানগর জামায়াতের ব্যবসায়ী ফোরামের সভাপতি নূরে আলম, কোতোয়ালি পশ্চিম থানার সেক্রেটারি পারভেজ আহমদ, মহানগর ছাত্রশিবির নেতা নাঈম হোসাইন, এটিএম ফাহিম, ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি দেওয়ান আজকীর আলী, সাবেক সভাপতি হাফিজ মকছুদুল করীম, ১২ নম্বর ওয়ার্ড সভাপতি মো. ফয়জুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ড সভাপতি হাফিজ আব্দুল আলী, ১০ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ইঞ্জিনিয়ার ওলিউল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিল্লুল হক এবং জামায়াত নেতা ইফতেখার আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...