আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টেকনাফকে পর্যটনবান্ধব শহর ও বন্দর করিডোর চালুর আশ্বাস আনোয়ারীর

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

টেকনাফকে পর্যটনবান্ধব শহর ও বন্দর করিডোর চালুর আশ্বাস আনোয়ারীর
ছবি: আমার দেশ।

টেকনাফকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তোলা এবং বন্দর করিডোর চালু করার ব্যবস্থা করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ১০ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় টেকনাফ পৌরসভার ঈদগাহ ময়দানে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অধ্যক্ষ মাওলানা আনোয়ারী বলেন, দেশের মানুষ যখন পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচনের আগমুহূর্তে বন্দর, করিডোর, ট্রাকের চাঁদা, টেম্পো স্ট্যান্ড, বালু ও গাছের ভাগবাঁটোয়ারার খবর পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, দেশে বর্তমানে বেইনসাফি ও দুর্নীতির রাজনীতি চলছে। আমরা দেশে ন্যায় ও ইনসাফ কায়েম করতে চাই। তিনি দাবি করেন, এর অর্থ টেকনাফের মানুষের ভাগ্যকে টুকরো টুকরো করে নেওয়ার অপচেষ্টা চলছে। আমাদের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

পথসভায় অধ্যক্ষ মাওলানা আনোয়ারী বলেন, উখিয়া-টেকনাফকে নতুনভাবে সাজাতে এই জনপদে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও মামলাবাজির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন।

তিনি আরো বলেন, তিনি নির্বাচিত হলে টেকনাফ বন্দর খুলে দেওয়া হবে এবং একটি দুর্নীতিমুক্ত বন্দর উপহার দেওয়া হবে। বৈধভাবে সবাইকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে। কোনো সিন্ডিকেটের মাধ্যমে বন্দর ইজারা দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

পথসভায় জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ নুর হোসাইন ছিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকউল্লাহ, পৌর জামায়াত নেতা মোহাম্মদ ইসমাইলসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দেশে ন্যায়ভিত্তিক সমাজ এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...