উড়োজাহাজ দুর্ঘটনা
ঢাবি সংবাদদাতা
ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ (বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার) দুর্ঘটনায় শোক করে সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এক শোকবার্তা পাঠান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো ওই বার্তায় ড. ইউনূস মর্মান্তিক এই ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্বোধন করে বলা হয়, 'আহমেদাবাদে ২৪২ জন যাত্রী বহনকারী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।'
তিনি আরও বলেন, 'নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং এই কঠিন সময়ে তাদের প্রিয়জনদের শোক বইবার ক্ষমতা দিন- এই প্রার্থনা করছি। আমরা ভারতের জনগণ এবং সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং আমাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করছি।'
সেই সঙ্গে বাংলাদেশ সব ধরনের সহায়তা করার জন্য প্রস্তুত আছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
এর আগে বৃহস্পতিবার দুপুরে আহমাদাবাদের সর্দার বল্লব ভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের এক মিনিটের কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয় লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। বিমানটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিল। এর মধ্যে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্য, একজন কানাডা ও সাত জন পর্তুগালের নাগরিক।
ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ (বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার) দুর্ঘটনায় শোক করে সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এক শোকবার্তা পাঠান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো ওই বার্তায় ড. ইউনূস মর্মান্তিক এই ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্বোধন করে বলা হয়, 'আহমেদাবাদে ২৪২ জন যাত্রী বহনকারী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।'
তিনি আরও বলেন, 'নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং এই কঠিন সময়ে তাদের প্রিয়জনদের শোক বইবার ক্ষমতা দিন- এই প্রার্থনা করছি। আমরা ভারতের জনগণ এবং সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং আমাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করছি।'
সেই সঙ্গে বাংলাদেশ সব ধরনের সহায়তা করার জন্য প্রস্তুত আছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
এর আগে বৃহস্পতিবার দুপুরে আহমাদাবাদের সর্দার বল্লব ভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের এক মিনিটের কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয় লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। বিমানটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিল। এর মধ্যে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্য, একজন কানাডা ও সাত জন পর্তুগালের নাগরিক।
আগামী শুক্র ও শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে। এ জন্য ঢাকা কাস্টমস হাউসের সব শুল্ক দলের অফিস খোলা থাকবে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। নভেম্বরে গণভোট হলে নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় থাকবে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেসেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন ১২ নির্দেশনা জারি করেছে। বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা হতে ১২টি নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন জারি করা হয়।
১ ঘণ্টা আগেপর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
২ ঘণ্টা আগে