আগামীকালের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার না করলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছে ইনকিলাব মঞ্চ।
রোববার রাতে ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা মনে করছি যে, বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের জন্য দরকার, রাষ্ট্রে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে আছেন তারা সেই নিরাপত্তা বাংলাদেশের জন্য নিশ্চিত করতে পারছেন না।
তিনি আরো বলেন, আগামীকালের মধ্যে যদি এই আসামি গ্রেফতার না হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এই দুইজনেরই পদত্যাগ দাবি করছি।

