আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যার বিচার কাজ সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যার বিচার কাজ সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার কাজ অনেক দূর এগিয়েছে। আগামী ৭ জানুয়ারির মধ্যে এই মামলার চার্জশিট দেওয়া হবে।

রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর।

এ মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন