
বিশেষ প্রতিনিধি

সরকারের নিরপেক্ষতা প্রশ্নের ঊর্ধ্বে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ ও কর্মকর্তা বদলি ও পদায়ন এখানে যোগ্যতার ভিত্তিতে ও নিয়মতান্ত্রিকভাবেই হয়। অনেকেই আমাদের কাছে নানান ধরনের আবদার ও তদবির নিয়ে আসেন। আমরা এগুলো রক্ষা করতে না পারায় আমাদের বিরুদ্ধে বিষোদগার ও মিথ্যা অপপ্রচার করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে নিজ দপ্তরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান। বৈঠকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যরা অংশ নেন।
নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমাদের কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন। তারা কোনো দলের জন্য নয়, দেশের জন্য ও জনগণের জন্য কাজ করছেন। আমরা চাই একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ। এটি নিশ্চিত করার দায়িত্ব দেশের রাজনৈতিক দলগুলোর, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান নিয়ম অনুযায়ী একজন মোবাইল গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারেন। আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখের পর এনআইডি'র বিপরীতে মোবাইল গ্রাহক প্রতি সিম নিবন্ধনের সংখ্যা ১০টিতে নামিয়ে আনা হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে গ্রাহক প্রতি সিমের সংখ্যা আরো কমিয়ে আনার চেষ্টা করা হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একজনের সিমকার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে। এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিমকার্ড কমিয়ে আনা হবে। উপদেষ্টা বলেন, কোনো ঘটনা ঘটার পর দেখা যায় সিমটি সেই ব্যক্তির নয়। সেজন্য নির্বাচনের আগে সিমকার্ডের সংখ্যা কমিয়ে আনা হবে।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বিষয়ে সাংবাদিকদের অফর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আপত্তি আসে নাই। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে লেভেল প্লেয়িং ফিল্ড আগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীগুলোতে নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেয়া হচ্ছে, তিনি এসময় নির্বাচন সুষ্ঠু ও ভালোভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকারের নিরপেক্ষতা প্রশ্নের ঊর্ধ্বে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ ও কর্মকর্তা বদলি ও পদায়ন এখানে যোগ্যতার ভিত্তিতে ও নিয়মতান্ত্রিকভাবেই হয়। অনেকেই আমাদের কাছে নানান ধরনের আবদার ও তদবির নিয়ে আসেন। আমরা এগুলো রক্ষা করতে না পারায় আমাদের বিরুদ্ধে বিষোদগার ও মিথ্যা অপপ্রচার করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে নিজ দপ্তরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান। বৈঠকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যরা অংশ নেন।
নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমাদের কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন। তারা কোনো দলের জন্য নয়, দেশের জন্য ও জনগণের জন্য কাজ করছেন। আমরা চাই একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ। এটি নিশ্চিত করার দায়িত্ব দেশের রাজনৈতিক দলগুলোর, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান নিয়ম অনুযায়ী একজন মোবাইল গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারেন। আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখের পর এনআইডি'র বিপরীতে মোবাইল গ্রাহক প্রতি সিম নিবন্ধনের সংখ্যা ১০টিতে নামিয়ে আনা হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে গ্রাহক প্রতি সিমের সংখ্যা আরো কমিয়ে আনার চেষ্টা করা হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একজনের সিমকার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে। এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিমকার্ড কমিয়ে আনা হবে। উপদেষ্টা বলেন, কোনো ঘটনা ঘটার পর দেখা যায় সিমটি সেই ব্যক্তির নয়। সেজন্য নির্বাচনের আগে সিমকার্ডের সংখ্যা কমিয়ে আনা হবে।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বিষয়ে সাংবাদিকদের অফর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আপত্তি আসে নাই। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে লেভেল প্লেয়িং ফিল্ড আগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীগুলোতে নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেয়া হচ্ছে, তিনি এসময় নির্বাচন সুষ্ঠু ও ভালোভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য তুরস্কের আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় এসেছে।
১ ঘণ্টা আগে
মাঠ থেকে দল নিবন্ধনের তথ্য আসছে, তা পর্যালোচনা চলছে। এ সপ্তাহের ভিতরে করে দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবলায়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
২ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে সুপারিশ জমা দেবে কমিশনের সদস্যরা। রোববার কমিশনের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
‘জুলাই জোট’ আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, জনগণই আগামীতের নিজেদের শাসক নির্ধারণ করবে। জাতি আজ এক নতুন রাজনৈতিক অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। নির্বাচন শুধু একটি রাজনৈতিক ইভেন্ট নয়; দীর্ঘ ১৮ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের এক ঐতিহাসিক সুযোগ।
৩ ঘণ্টা আগে