পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৮: ২৪
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১১: ২২
ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বাংলাদেশ তার বিরুদ্ধে দুদকের মামলা চলমান থাকায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকালে হেলথ পলিসি ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএইচও মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেয়েসুস সংস্থার অভ্যন্তরীণ এক সংক্ষিপ্ত ইমেইলে জানান, সায়মা ওয়াজেদ পুতুলকে ছুটিতে পাঠানো হয়েছে। তার অনুপস্থিতিতে সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহম সিয়ারোর ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন। আরও জানান, তিনি আগামী মঙ্গলবার (১৫ জুলাই) নয়াদিল্লিতে অবস্থিত আঞ্চলিক দপ্তরে পৌঁছাবেন।

পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হিসেবে ভারতের নয়াদিল্লীতে অফিস করছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে।

২০২৩ সালে ১ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে এই দায়িত্ব পালন করছেন তিনি। পাঁচ বছরের জন্য তিনি এই পদে নির্বাচিত হয়েছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত