হারানো মহিষ ভারত থেকে ফেরত আনলো বিজিবি

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১০: ৪৫

ঈদের দিন হারিয়ে যাওয়া কুরবানির মহিষ ভারত থেকে ফেরত আনলো বিজিবি। রোববার দুপুর ১২টার দিকে মহিষটি তার প্রকৃত মালিক মো. নাজিম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, পবিত্র ঈদুল আজহার দিন সকালে খাগড়াছড়ির রামগড় উপজেলার বাগানবাজার এলাকার বাসিন্দা মো. নাজিম উদ্দিনের কোরবানির জন্য কেনা একটি মহিষ অসাবধানতাবশত ছুটে যায়। স্থানীয়রা ধরার চেষ্টা করলে মহিষটি আতঙ্কিত হয়ে ছুটতে ছুটতে সীমান্ত অতিক্রম করে পুরান রামগড় এলাকার সীমান্ত পিলার ২২১৪/১২-এস এর পাশ দিয়ে ফেনী নদী পার হয়ে ভারতের ভেতরে প্রবেশ করে।

ঘটনাটি বিজিবির বাগানবাজার বিওপির দৃষ্টিগোচর হলে বিওপি কমান্ডার সঙ্গে সঙ্গে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলামকে জানান। অধিনায়ক দ্রুত ভারতের ১১৪ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ স্থাপন করে মহিষটি ফেরত আনার উদ্যোগ নেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত