কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, এনবিআর অধ্যাদেশে কোনো পরিবর্তন হবে না: অর্থ উপদেষ্টা

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ২০ মে ২০২৫, ২০: ৩৫

এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের বিষয়ে সরকারের অনড় অবস্থানের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার সচিবালয়ে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। বৈঠকে উপস্থিত ছিলেন এমন সূত্রের দাবি, অর্থ উপদেষ্টা আমাদের কথা শুনেছেন কিন্তু আমাদের দাবি মানেননি।

বিজ্ঞাপন

তিনি বলেন,অধ্যাদেশে কোনো পরিবর্তন হবে না এবং যা আছে তা-ই ভালো। অর্গানোগ্রামে এনবিআর কর্মকর্তাদের দাবি-দাওয়া রক্ষার আশ্বাস দেন তিনি।

অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের ফলাফল নিয়ে মোটেও সন্তুষ্ট নয় ঐক্য পরিষদ। পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠক করছেন পরিষদের নেতারা। গত ১২ মে সোমবার গভীর রাতে এনবিআর বিলুপ্ত করে দুই বিভাগ গঠনে অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকে টানা কলম বিরতি পালন করে আসছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। তবে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের কারণে আজকে কলম বিরতি কর্মসূচি স্থগিত ছিল। তবে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে এখন পর্যন্ত কোন কিছু জানা যায়নি।

এদিকে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, এনবিআর নিযে সৃষ্ট ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী এনবিআর দুটি বিভাগে বিভক্ত হবে। বৈঠকে ঐক্য পরিষদের প্রতিনিধি দলের ১৭ জন ও পরামর্শক কমিটির পাঁচজন অংশ নেন।

বৈঠকে অংশ নেয়া পরামর্শক কমিটির একজন সদস্য বলেন, অর্থ উপদেষ্টা অর্গানোগ্রামে দাবি-দাওয়াগুলো রাখার আশ্বাস দিয়েছেন। দেখা যাক, কী হয়।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত