কুষ্টিয়ায় মা-বাবার কবরে শায়িত হলেন ফরিদা পারভীন

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২২: ০০
ফাইল ছবি

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ফরিদা পারভীনের দাফন সম্পন্ন হয়েছে কুষ্টিয়ায়।

রোববার রাত ৯টায় কুষ্টিয়া পৌর গোরস্থানে মা রৌফা বেগম ও বাবা দেলোয়ার হোসেনের কবরে দাফন করা হয় তাকে।

বিজ্ঞাপন

সেখানে অনুষ্ঠিত জানাযায় ফরহাদ মজহার, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, শিল্পীর পরিবারের সদস্যসহ ভক্তরা উপস্থিত ছিলেন।

এর আগে রাত সাড়ে ৮টায় ফরিদা পারভীনের লাশবাহী গাড়ী পৌর গোরস্থানে পৌঁছায়। তার লাশবাহী অ্যাম্বুল্যান্স গোরস্থানের সামনে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় ভক্ত, পরিবার, স্বজন ও স্থানীয়দের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত