পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না: আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১৬: ০৩
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৬: ০৬

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমরা কিছু ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি। এই সংশোধনের পর থেকে যে কাউকে গ্রেপ্তার করতে, পুলিশ বা সংস্থা যাবে তার ক্লিয়ার পরিচয় দিতে হবে। আইডি কার্ড দেখাতে হবে। যে ব্যক্তি গ্রেপ্তার হচ্ছে, সে চাহিবামাত্র, সে পুলিশ তার আইডি কার্ড দেখাবে। এটা বাধ্যতামূলক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ২৪ জুলাই ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, থানায় আনার পর গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বজনদের জানাতে হবে। ১২ ঘণ্টার মধ্যেই তার পরিবারকে জানাতে হবে। প্রতিটা গ্রেপ্তারের ক্ষেত্রে কোন আইনে, কি কারণে গ্রেপ্তার হয়েছে। সবকিছুর একটা মেমোরেন্ডাম থাকতে হবে।

তিনি বলেন, আগে ফ্যাসিবাদী আমলে পরিচয়হীন গ্রেপ্তার হত। আসামীর স্বজনদের পুলিশ, র‍্যাব গোয়েন্দা সংস্থা একে অপরের কাছে পাঠাত। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম পরিচয় প্রতিটি থানায় উন্মুক্ত রাখতে হবে।

এসব আইন সংশোধনে মানুষকে হয়রানি বন্ধ হবে। এবং এটা যুগান্তকারী ভূমিকা হিসেবে পালন করবে বলে তিনি জানান।

মাইলেস্টনে নিহতদের ঘটনায় পরিবারের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। মাইলেস্টন স্কুলের সাথে কথা বলে সব কিছু করা হবে। আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া অনুষ্ঠান হবে। মর্মান্তিক দুইজন শিক্ষিকা মারা গেছেন। উনাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে বলে জানান আইন উপদেষ্টা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত