আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৭ দিনের মধ্যে সব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ

আমার দেশ অনলাইন

৭ দিনের মধ্যে সব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি বলেছেন, যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, ৭ দিনের মধ্যে সেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বা বিকল্প বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

বুধবার বিদ্যুৎ ভবনে পবিত্র রমজান মাস, জাতীয় সংসদ নির্বাচন এবং গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ নির্দেশনা দেন।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনের বিভিন্ন ভোটকেন্দ্রের মধ্যে অন্তত ৩২৫টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভোটকেন্দ্রগুলোতে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...