এ সময় সারজিস বলেন, ‘একবার নয়, দুইবার নয়, এবার নিয়ে তিনবার এনসিপির সভা চলাকালে বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে। নেসকোর মালিক ও তার ‘বাপকে’ জবাব দিতে হবে—এনসিপির প্রোগ্রামের সময় এটা হয় কেন? যারা এই কাজ করেছে .....মূলত রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব—তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।
গত রোববার থেকে প্রায় পাঁচশতাধিক এর বেশি পরিবার এখনও অন্ধকারে রয়েছে। ঝড়ে ব্যাপক তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পরিবারগুলো। অনেকের মিটার উড়ে গেছে।
আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকানো সম্পর্কে মুনসুন উড্রো হওয়ার প্রাক্কালে এমনটি হয়ে থাকে। এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, বাংলাদেশে আবারও সক্রিয় হতে যাচ্ছে শক্তিশালী বৃষ্টি বলয়। যার ফলে দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।