আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘হ্যাঁ’ ভোট দিতে কাউকে বাধ্য করা হচ্ছে না: উপদেষ্টা ফাওজুল কবির

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

‘হ্যাঁ’ ভোট দিতে কাউকে বাধ্য করা হচ্ছে না: উপদেষ্টা ফাওজুল কবির
ছবি: আমার দেশ।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘হ্যাঁ’ ভোট দিতে আমরা কাউকে বাধ্য করছি না, অতএব এ ব্যাপারে কারো সংক্ষুব্ধ হওয়ার কিছু নাই। আমরা কাউকে বলতেছিনা যে কেউ 'না' ভোট দিতে পারবে না।

বিজ্ঞাপন

সোমবার মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গণভোটের সচেতনতামূলক প্রচার কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রচার কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

উপদেষ্টা ফাওজুল আরো বলেন, বিগত দিনে এক ব্যক্তির শাসন, এবং একদলীয় শাসন আমরা পর্যুদস্ত ছিলাম। এজন্য এই নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ। এক ব্যক্তির এবং এক দলীয় শাসন থেকে মুক্তির জন্য হচ্ছে এই আন্দোলন।

এসময় উপস্থিত সাংবাদিকরা সারাদেশে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এলপিজি ব্যাবসাটা সরকারের হাতে নেই। ৯৮ শতাংশ এলপিজি ব্যাবসাটা কিন্তু প্রাইভেট সেক্টরের কাছে। এই সমস্যাটা সমাধানের জন্য আমরা কাজ করে চলেছি। ইতোমধ্যেই এলপিজি অনার্স অ্যাসোসিয়েশনের সাথে মিটিং করেছি।

এখানে সমস্যাটা হচ্ছে, এলপিজি যারা আমদানি করে তারা আমাদেরকে জানিয়েছে যে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিছু জাহাজে তারা এলপিজি আনতে পারছেন না। এইজন্যই এই সাময়িক সংকটটা হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন