আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছবিতে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন

আমার দেশ অনলাইন

ছবিতে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন

বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি নেত্রীর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারালো। তার মৃত্যুতে জাতি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

kh zia6

খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

Kh zia1

রাজনৈতিক দলের কর্মসূচি খালেদা জিয়া।

kh zia9

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন, যিনি স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রে ফিরে পাওয়ার লড়াইয়ে নেতৃত্ব দেন।

ha zia4

পঞ্চম জাতীয় সংসদের আগের দিন, ১৯৯১ সালে ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছেন দলটির নেতা খালেদা জিয়া। পাশে দাঁড়িয়ে তার বড় ছেলে তারেক রহমান।

Screenshot 2025-12-30 153050

tarek rahman 4

ছেলে তারেক রহমানের সাথে খালেদা জিয়া।

kha zia1

জনসভায় বক্তব্য রাখছেন খালেদা জিয়া।

kha zia2

ছবি প্রদর্শ নী দেখছেন খালেদা জিয়া।

kha zia4

শহীদ রাষ্ট্রপতির কবর জিয়ারত।

khal zia

বাংলাদেশে শক্তিশালী ঘূর্ণিঘড় আঘাত হানার পর সন্দ্বীপ পরিদর্শনের সময় তোলা ছবি।

kha zia7

দলীয় বৈঠকে খালেদা জিয়া।

kha zia5

হাসপাতালে যাওয়া আসার পথে খালেদা জিয়া।

Khaleda zia

কারাগারের পথে খালেদা জিয়া।

Khaleda Zia

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া

154b38e4634ea829ec97500ebe6c50d6-69533123150a3

মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...