আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হা‌সিনার মৃত্যুদণ্ডের রায় যেন বাস্তবায়ন হয়: ছাত্রজনতা

স্টাফ রিপোর্টার

হা‌সিনার মৃত্যুদণ্ডের রায় যেন বাস্তবায়ন হয়: ছাত্রজনতা

আন্তর্জা‌তিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে সেই রায় যেন বাস্তবায়ন হয় সে দা‌বি জা‌নিয়েছে ছাত্রজনতা।

রায় পরবর্তী প্রতি‌ক্রিয়ায় সোমবার ‘মঞ্চ ২৪’-এর ব্যানারে আয়ো‌জিত অনুষ্ঠানে এই দা‌বি জানান তারা।

বিজ্ঞাপন

সু‌প্রিম কোর্টের মাজার গেইটের সামনে আয়ো‌জিত এই প্রতি‌ক্রিয়া সমাবেশে বক্তারা বলেন, ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তা যেন বাস্তবায়ন হয় এটাই আমাদের দা‌বি। রায় বাস্তবায়ন হলে শহীদ প‌রিবার ও আহত জুলাই যোদ্ধাদের অন্তর শান্ত হবে। একই সঙ্গে হা‌সিনা‌কে দেশে এনে রায় কার্যকর করার দা‌বি জানান তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা চাই না বাংলাদেশ যেন আর কারো গোলা‌মির রাজ্যে প‌রিণত হয়। দে‌শে যেন নতুন করে আর কোনো ফ্যা‌সিস্ট তৈ‌রি না হয়। সে জন্য দলমত নি‌র্বিশেষে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন