বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ঐকমত্য কমিশন সদস্যদের বৈঠক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৩: ৫৯
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১৪: ০১

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে চূড়ান্ত আলোচনা করতে সোমবার বিকেল ৪টায় প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে কমিশনের সদস্যরা। বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

কমিশন সূত্রে জানা গেছে, সনদ বাস্তবায়নের উপায় নিয়ে তৈরি করা সুপারিশের খসড়া নিয়েই এ বৈঠক হবে। প্রধান উপদেষ্টার মতামতের ভিত্তিতে খসড়ায় সংযোজন বা বিয়োজন হতে পারে। প্রয়োজন হলে পরে পূর্ণাঙ্গ সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেওয়া হবে। তবে নতুন কোনো সংশোধনী না থাকলে আজই তা সরকারের কাছে পাঠানো হবে।

কমিশনের এক সদস্য জানান, ‘প্রধান উপদেষ্টা একইসঙ্গে কমিশনের সভাপতি। আমরা যে সুপারিশ তৈরি করেছি, তাতে তার মতামত থাকা স্বাভাবিক। সে কারণেই আজকের বৈঠক তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।’

সূত্র আরো জানায়, কমিশনের প্রস্তাবিত রূপরেখা অনুযায়ী প্রথমে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ নামে একটি আদেশ জারি করা হবে। এরপর গণভোট-বিষয়ক অধ্যাদেশ জারি করে সেই ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হবে।

প্রস্তাব অনুযায়ী, আগামী সংসদ ২৭০ দিন বা প্রথম ৯ মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। এই সময়ে সংবিধান-সংক্রান্ত সব সংস্কার প্রস্তাব সংসদে অনুমোদন করা হবে।

বাস্তবায়ন আদেশে উল্লেখ থাকবে কোন ধারা কখন কার্যকর হবে। জুলাই সনদের মোট ৮৪টি সংস্কার প্রস্তাব আদেশের পরিশিষ্টে অন্তর্ভুক্ত থাকবে, তবে কোনো দলের ভিন্নমত সেখানে থাকবে না—শুধু কমিশনের চূড়ান্ত প্রস্তাবগুলোই উল্লেখ থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত