ঈদে যান চলাচল নির্বিঘ্ন রাখতে বিআরটিএর কন্ট্রোলরুম

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১৫: ৪৮

ঈদযাত্রায় যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখতে নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোল রুম) চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ সংক্রান্ত একটি অফিস আদেশে বলা হয়েছে, সংস্থার প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষটি খোলা হয়েছে। গত শুক্রবার থেকে আজ শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে এ নিয়ন্ত্রণ কক্ষ।

আদেশে বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পাওয়াদের যানজট সৃষ্টি, বাড়তি ভাড়া আদায়, অননুমোদিত বা রুট পারমিটবিহীন অথবা গতিসীমা লঙ্ঘনকৃত যানবাহন চলাচল ইত্যাদি সংক্রান্ত সার্বিক কার্যক্রম তদারকি, সমন্বয় এবং সমাধানে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের জন্য টেলিফোনে ১৬১০৭ এবং মোবাইলে ০১৫৫০-০৫১৬০৬, ০১৫৫০-০৫৬৫৭৭ ও ০১৫৫২-১৪৬২২২ নাম্বারে কল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া সার্বিক কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিআরটিএর পরিচালক (ইঞ্জি.) শীতাংশু শেখর বিশ্বাসকে ফোকাল পারসন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিষয়:

বিআরটিএ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত