কূটনৈতিক রিপোর্টার
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সীমান্তে কেউ আইন ভঙ্গ করলে তাকে গুলি করে মেরে ফেলার অধিকার সীমান্তরক্ষী বাহিনীর নেই। সীমান্তে বাংলাদেশিদের হত্যায় জড়িত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের যেন সে দেশের আইনেই বিচার করা হয়।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই আন্দোলনের ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এখন সীমান্ত হত্যা নিয়ে সরকার নমনীয় কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মোটেই নমনীয় নয়। আমরা স্পষ্টভাবে বলছি যে, সীমান্তে কেউ আইন ভঙ্গ করলে তাকে গুলি করে মেরে ফেলার অধিকার সীমান্তরক্ষী বাহিনীর নেই। তিনি বলেন, আমরা এর বিচারও দাবি করেছি। যারা এ কাজ করছে, তাদের যেন ভারতীয় আইনে বিচার করা হয়। এটাই আমাদের অবস্থান। আমরা নিয়মিত এ নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছি।
ভারত থেকে পুশ ইন করাদের ফেরত পাঠানোর প্রশ্নে উপদেষ্টা বলেন, তাদের ফেরাতে আমাদের কোনো চেষ্টা করতে হবে না। তাদের নাগরিক তারা ফিরিয়ে নেবে। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এটা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিবাদ জানিয়েছেন। ভারতের নাগরিক যারা আছেন, তারা অবশ্যই ফেরত যাবেন। এতে কোনো সন্দেহ নেই। তবে প্রক্রিয়া করতে একটু সময় লাগবে।
তিনি বলেন, পুশ ইন চলছে। তবে ভারতের সঙ্গে যে অ্যারেঞ্জমেন্ট আছে, এটা তার পরিপন্থী। তাদের একাধিকবার বলেছি, তোমাদের সঙ্গে একটি মেকানিজম আছে, তোমরা তালিকা দেবে, আমরা সেটা দেখব।
আমাদের লোক হলে আমরা অবশ্যই ফেরত নেব। আর অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা সম্প্রতি বেশকিছু নাগরিককে ফেরত নিয়েছি। আমরা ইনসিস্ট করছি, তারা যেন এ পদ্ধতি বজায় রাখে। আমাদের প্রত্যাশা এটাই।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সীমান্তে কেউ আইন ভঙ্গ করলে তাকে গুলি করে মেরে ফেলার অধিকার সীমান্তরক্ষী বাহিনীর নেই। সীমান্তে বাংলাদেশিদের হত্যায় জড়িত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের যেন সে দেশের আইনেই বিচার করা হয়।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই আন্দোলনের ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এখন সীমান্ত হত্যা নিয়ে সরকার নমনীয় কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মোটেই নমনীয় নয়। আমরা স্পষ্টভাবে বলছি যে, সীমান্তে কেউ আইন ভঙ্গ করলে তাকে গুলি করে মেরে ফেলার অধিকার সীমান্তরক্ষী বাহিনীর নেই। তিনি বলেন, আমরা এর বিচারও দাবি করেছি। যারা এ কাজ করছে, তাদের যেন ভারতীয় আইনে বিচার করা হয়। এটাই আমাদের অবস্থান। আমরা নিয়মিত এ নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছি।
ভারত থেকে পুশ ইন করাদের ফেরত পাঠানোর প্রশ্নে উপদেষ্টা বলেন, তাদের ফেরাতে আমাদের কোনো চেষ্টা করতে হবে না। তাদের নাগরিক তারা ফিরিয়ে নেবে। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এটা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিবাদ জানিয়েছেন। ভারতের নাগরিক যারা আছেন, তারা অবশ্যই ফেরত যাবেন। এতে কোনো সন্দেহ নেই। তবে প্রক্রিয়া করতে একটু সময় লাগবে।
তিনি বলেন, পুশ ইন চলছে। তবে ভারতের সঙ্গে যে অ্যারেঞ্জমেন্ট আছে, এটা তার পরিপন্থী। তাদের একাধিকবার বলেছি, তোমাদের সঙ্গে একটি মেকানিজম আছে, তোমরা তালিকা দেবে, আমরা সেটা দেখব।
আমাদের লোক হলে আমরা অবশ্যই ফেরত নেব। আর অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা সম্প্রতি বেশকিছু নাগরিককে ফেরত নিয়েছি। আমরা ইনসিস্ট করছি, তারা যেন এ পদ্ধতি বজায় রাখে। আমাদের প্রত্যাশা এটাই।
অন্তর্বর্তীকালীন সরকার বুধবার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ তিনটি কনভেনশন অনুসমর্থন
২ ঘণ্টা আগেভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এই তিন ব্যাটালিয়নসহ বিজিবির জন্য মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগেপরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
৫ ঘণ্টা আগেসেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচলের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। বুধবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে