আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১৭: ০০
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৭: ২২

আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। বুধবার রাজধানী তেজগাঁওয়ে বিকেল ৪টার দিকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষণা অনুয়াযী বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে অসহযোগ আন্দোলন করবেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল দেশের সব পলিটিনিক্যালের ছাত্রদের মাঠে নামারও আহ্বান জানান।

বিজ্ঞাপন

তেজগাঁওয়ের সাতরাস্তায় সকাল ১০টা থেকে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভে অংশ নিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি: জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল এবং বিতর্কিত নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, মানসম্পন্ন চার বছর মেয়াদি কারিকুলাম চালু এবং একাডেমিক কার্যক্রম ইংরেজি মাধ্যমে রূপান্তর। ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে নিয়োগ না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ। কারিগরি সেক্টরের গুরুত্বপূর্ণ পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ এবং দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ নিশ্চিত। স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন। উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক পাস শিক্ষার্থীদের শতভাগ ভর্তি নিশ্চিত।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত