আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাষ্ট্র ও সততার প্রতি দায়বদ্ধ আমার দেশ: মাহমুদুর রহমান

স্টাফ রিপোর্টার

রাষ্ট্র ও সততার প্রতি দায়বদ্ধ আমার দেশ: মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ স্বাধীনতার কথা বলে মন্তব্য করে সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, রাষ্ট্র, পাঠক ও সততার প্রতি দায়বদ্ধ আমার দেশ। কোনো সরকার, দল বা অন্য কারো কাছে দায়বদ্ধ নয়, কারো কাছে মাথা নত করবে না আমার দেশ।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে আমার দেশ পত্রিকার প্রেসে প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

একযুগ পরে আমার দেশ নতুন অভিযাত্রার ৪১ দিনেই দেশের সবচেয়ে প্রভাবশালী পত্রিকায় পরিণত হয়েছে মন্তব্য করে সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আমার দেশ-কে মানুষ আপন করে নিয়েছে। এই পত্রিকার প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে, এটি আমাদের ধরে রাখতে হবে। এভাবেই আমার দেশ আগামীর দিকে এগিয়ে যাবে।

প্রতিনিধি

আমার দেশ এখন প্রচার সংখ্যার ক্ষেত্রে খুবই কম ব্যবধানে দ্বিতীয় অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমার দেশ-কে প্রতিটি জেলা-উপজেলায় এক নম্বর পত্রিকা হতে হবে। সেজন্য গুরুত্বপূর্ণ সংবাদের দিকে নজর দিতে হবে, সত্য সংবাদ প্রকাশ করতে হবে। চাঁদাবাজি থেকে শুরু করে যত অনিয়ম-দুর্নীতি আছে তাতে যে বা যারাই জড়িত থাকুক, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে তুলে ধরতে হবে।

প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য রাখেন, আমার দেশ-এর পরিচালক শাকিল ওয়াহেদ, নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, সহযোগী সম্পাদক আলফাজ আনাম, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ডেপুটি চিফ রিপোর্টার বাছির জামাল ও মফস্বল ইনচার্জ আবু দারদা যোবায়ের।

স্বাগত বক্তব্যে আবু দারদা যোবায়ের বলেন, নবযাত্রায় পথচলার এক মাস পার করল আমার দেশ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আমার দেশকে নিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল গত এক মাসে আমরা তার কতটা পূরণ করতে পেরেছি- দেশের মানুষ, আমাদের পাঠক ও দর্শকরা তা মূল্যায়ন করবেন।

চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গেলে একযুগ পর ২০২৪ সালের ২২ ডিসেম্বর আমার দেশ পত্রিকা পুনঃপ্রকাশের মাধ্যমে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...