
সততার বিরল দৃষ্টান্ত
দশ ভরি সোনার গহনা ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন আটোচালক
ব্যাগটি ফেরত পেয়ে ওই গৃহবধূ বলেন, সেদিন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে হারিয়ে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে হতাশ হয়ে যাই। তিনদিন পর সিএনজিচালক মাঈন উদ্দিন আমাকে খুঁজে সবকিছু ফেরত দিয়ে সততার দৃষ্টিান্ত স্থাপন করেছেন। তার সততায় আমরা মুগ্ধ হয়েছি।


