আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সততার বিরল দৃষ্টান্ত

দশ ভরি সোনার গহনা ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন আটোচালক

জেলা প্রতিনিধি, ফেনী

দশ ভরি সোনার গহনা ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন আটোচালক

ফেনীতে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন এক অটোরিকশা চালক। কুড়িয়ে পাওয়া ১০ ভরি সোনার গহনা মালিককে ফেরত দিয়ে মহানুভবতার পরিচয় দিলেন তিনি।

বিজ্ঞাপন

৩ দিন যাবত খুঁজে শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয়দের উপস্থিতিতে গহনাগুলো মালিককে ফিরিয়ে দেয়া অটোরিকশা চালক মাঈন উদ্দিন ফেনীর ফুলগাজী উপজেলার বাসিন্দা।

জানা যায়, ৩ সেপ্টেম্বর সকালে ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের ধলিয়া চকবস্তা গ্রাম থেকে সিএনজি অটোরিকশায় মুন্সীরহাট বাজারে গিয়ে নামেন এক গৃহবধূ। এ সময় ভুলে সঙ্গে থাকা ব্যাগটি সিএনজিতে রেখে যান তিনি।

পরে চালক মাঈন উদ্দিন ব্যাগটি বাড়িতে নিয়ে নিজের মামাকে অবহিত করেন। তিনি যেকোনো মূল্যে সকল মালামালসহ ব্যাগটি মালিককে ফেরত দেয়ার নির্দেশ দেন।

অথচ, মাঈন উদ্দিন ওই গৃহবধূর নাম পরিচয় কিছুই জানতেন না। পরে বিভিন্নভাবে খোঁজাখুঁজির তিনদিন পর এক পর্যায়ে ওই নারীর পরিচয় শনাক্ত করে শনিবার রাতে ওই নারীর হাতে সোনার গহনাসহ কাপড়ভর্তি ব্যাগটি বুঝিয়ে দেন।

ব্যাগটি ফেরত পেয়ে ওই গৃহবধূ বলেন, সেদিন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে হারিয়ে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে হতাশ হয়ে যাই। তিনদিন পর সিএনজিচালক মাঈন উদ্দিন আমাকে খুঁজে সবকিছু ফেরত দিয়ে সততার দৃষ্টিান্ত স্থাপন করেছেন। তার সততায় আমরা মুগ্ধ হয়েছি।

ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুরের বাসিন্দা সিএনজি চালক মাঈন উদ্দিন বলেন, আমরা গরিব মানুষ। গাড়ি চালিয়ে যা পাই তা দিয়ে অনেক কষ্ট করে সংসার চালাই। তাই বলে অন্যের সম্পদ নিয়ে কী করবো? প্রকৃত মালিককে খুঁজে পেয়ে তার জিনিসগুলো ফেরত দিতে পেরেছি এটাই আমার মানসিক প্রশান্তি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...