ঢাকার কারওয়ান বাজার এলাকায় সার্ক ফোয়ারা ক্রসিং আটকে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ বিকল্প পথে যানবাহনগুলো ঘুরিয়ে দিচ্ছে।
বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সদস্যরা তাদের রাস্তা ছাড়ার জন্য বার বার অনুরোধ করছেন।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) প্রকল্পের বিরোধিতা করে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ করছিলেন এই ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে মঙ্গলবার বিটিআরসিতে একটি সভা অনুষ্ঠিত হয়। বিটিআরসি আনঅফিসিয়াল ব্যবসায়ীদের এক ছাতার নিচে আনার চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম জানান, মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভের কারণে সড়ক বন্ধ রয়েছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি।

