আজকের সংলাপ মুলতবি, কাল থেকে চলবে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৯: ৩৬
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১১: ০০

যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে ফরেন সার্ভিস একাডেমিতে চলমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৬তম দিনের অধিবেশন মূলতবি ঘোষণা করেছে জাতীয় ঐক্যমত কমিশন।

সোমবার দুপুরের বিরতির শেষে বিকালে কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়। সোমবারের আলোচনার মূলতবি ঘোষণা করা হলেও স্থগিত হওয়া বিষয়ে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে আবার শুরু হবে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছি।

তিনি আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান এবং তাঁদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। জাতীয় সংহতি ও মানবিকতার জায়গা থেকে সকল রাজনৈতিক দল ও দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়, যেন তাঁরা ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ায়। শোক জানাতে কমিশনের সভায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং অংশগ্রহণকারীরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত