আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ মিশনের শোক

আমার দেশ অনলাইন

দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ মিশনের শোক

ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার কাছে গতকাল (সোমবার) একটি গাড়ি বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ মিশন।

এক শোকবার্তায় নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও হাইকমিশনের সদস্যরা এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার ব্যক্তিদের ও তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে বলেছে, এ দুর্ঘটনায় ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি ও প্রার্থনা রয়েছে। এই দুঃসময়ে বাংলাদেশ ভারতের পাশে রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন