আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেক রাজনৈতিক দলগুলোর ইশতেহারে পররাষ্ট্রনীতি ও চুক্তি পুনর্বিবেচনা ও নবায়ন বিষয় রাখার দাবি তুলেছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী।
বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আজাদী মুভমেন্ট আয়োজিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদের পদধ্বনি ও নয়া বন্দোবস্ত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এ মন্তব্য করেন।
দিলারা চৌধুরী বলেন, এই আলোচনা থেকে আমি সবার পক্ষ থেকে দাবি রাখতে চাই, রাজনৈতিক দলুগুলো তাদের নির্বাচনী ইশতেহারে (ম্যানিফেস্টোতে) তাদের পররাষ্ট্রনীতি কী হবে সেটি উল্লেখ করবে। এছাড়া অন্য দেশের সঙ্গে যে চুক্তি হয়েছে, সব চুক্তিগুলি পুনর্বিবেচনার উল্লেখ থাকবে। এই চুক্তিগুলির মাঝে যেগুলি দেশের স্বার্থ বিরোধী সেগুলি বাতিল করব। আর যেগুলো আমাদের স্বার্থ রয়েছে সেগুলো নবায়ন করব। এ বিষয়গুলো নির্বাচনি ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ তাকবে।
তিনি আরো বলেন, যে যুদ্ধের আপনারা পদধ্বনি পাচ্ছেন, সেই পদধ্বনি আমার কানেও এসে পৌঁছেছে। আমি অবজার্ভ করেছি। সেজন্য আমি আতঙ্কিত। কারণ, এই যুদ্ধে জয় করতে হলে আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে যে ইস্পাত দৃঢ় ঐক্য প্রয়োজন তা এখন দেখা যাচ্ছে না। অতএব, এই যুদ্ধে জয় পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া জ্ঞান চর্চার উপর আমাদের নজর দিতে হবে। এটি বাড়াতে আমাদের গবেষণা রিসার্চ গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় সংগঠনটির মূখ্য সংগঠক লে. কর্ণেল হাসিনুর রহমান বীর প্রতীকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)'র সভাপতি রাশেদ প্রধান, সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির, ব্রিগেডিয়ার জেনারেল জিয়া, ইসরাফিল ফরাজি প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

