স্টল বরাদ্দ ও লটারি পেছাল বাংলা একাডেমি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৫: ৪১

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৭ ও ২০ জানুয়ারি দুই সংগঠনের সমাবেশের অনুমতি থাকায় প্যাভিলিয়ন বরাদ্দের আবেদনের টাকা জমা দেওয়ার সময় এক দিন বাড়িয়েছে বাংলা একাডেমি। ফলে আবেদনের টাকা বৃহস্পতিবারও জমা দেওয়া গেছে।

এ কারণে আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে লটারিও তারা করতে পারেনি। লটারির তারিখ ১৭ জানুয়ারি পূর্বনির্ধারিত থাকলেও সেটিও কবে হবে তার নিশ্চয়তা নেই।

বিজ্ঞাপন

এছাড়া বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলার স্টল তৈরিসহ আনুষঙ্গিক কাজ বন্ধ রয়েছে। এতে সঠিক সময়ে বইমেলার আয়োজন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে বাংলা একাডেমির পরিচালক ও কবি ড. সরকার আমিন বলেন, ১৭ জানুয়ারি একটি সংগঠনকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আবার তিন দিনের ব্যবধানে ২০ জানুয়ারি একই স্থানে আরেকটি সমাবেশ করার অনুমতি পেয়েছে অন্য একটি সংগঠন। ফলে এখানে কীভাবে স্টল সাজাব, বরাদ্দ দেব- এ নিয়ে চিন্তিত আমরা। বইমেলার প্রস্তুতি কেমন ছিল- এ প্রসঙ্গে তিনি বলেন, খুবই চমৎকার, তবে এখন আমরা একটু সমস্যায় পড়েছি সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে।

ফেব্রুয়ারি মাসজুড়ে অমর একুশে বইমেলার আয়োজক প্রতিষ্ঠানটির হয়ে বাংলা একাডেমির পরিচালক বলেন, এ বিষয়গুলো আমরা সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে জানিয়েছি। কেননা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আমাদের ১ জানুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দিয়েছে আবার তারাই অন্য সংগঠনকে উদ্যানে সমাবেশ করার অনুমতি দিলে বিষয়গুলোর সমাধান তাদেরই করতে হবে।

ড. সরকার আমিন আরও বলেন, আমরা কারও বিরুদ্ধে নই। যে ইসলামী যুব আন্দোলনের সমাবেশ ১৭ জানুয়ারি ছিল, তাদেরকেও আমরা বইমেলায় স্টল দিয়েছি। তবে দুই সংগঠনের সমাবেশের কারণে আমাদের বইমেলার পুরো কাজটিই থেমে গেছে। স্টল বরাদ্দসহ অন্যান্য কাঠামোগত কাজগুলোও থেমে থাকায় বইমেলার প্রক্রিয়াটিই বন্ধ রয়েছে।

বাংলা একাডেমি এ সমস্যাগুলোর দ্রুত সমাধান আশা করছে। তারা সংস্কৃতি উপদেষ্টাসহ প্রধান ও অন্যান্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছেন, যাতে বহু বছরের ঐতিহ্যবাহী বইমেলাটি ঠিক সময়ে হতে পারে।

এমন পরিস্থিতিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন বাংলা একাডেমির মহাপরিচালক ও অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আজম। তিনি লিখেছেন, ‘বাংলা একাডেমি অমর একুশে বইমেলা-২০২৫ আয়োজনের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ১ জানুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত বরাদ্দ পেয়েছে। বইমেলার প্রস্তুতি বিশেষত স্টল নির্মাণের কাজ আংশিক সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তর একই সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে অন্যান্য সমাবেশ ও কার্যক্রম আয়োজনের জন্য অনুমতি প্রদান করেছে। এতে বইমেলা হুমকির মুখে পড়েছে। একই সময়ে অন্য সমাবেশ উদ্যানে হলে বইমেলা আয়োজন করা অসম্ভব।’ এর পরিপ্রেক্ষিতে তিনি বিষয়টি খতিয়ে দেখে বইমেলার জন্য বরাদ্দ স্থানে অন্য কোনো সভা-সমাবেশের অনুমতি থাকলে তা বাতিল করার আহ্বান জানান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত