বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাজারে এলপিজি গ্যাসের কোনো সংকট নেই, আমদানি স্বাভাবিক পর্যায়ে আছে। তবে রিটেইলার-হোলসেলারদের কাজসাজিতে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে।
মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, বাজারে তিন স্তরে মনিটর করা হচ্ছে। খুব শিগ্গির সিলিন্ডার গ্যাসের দাম স্বাভাবিক পর্যায়ে আসবে।
তিনি বলেন, জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোক্তা অধিকার বাজারে অভিযানে নেমেছে। তারা বিভিন্নভাবে বাজার অস্থিরতার সঙ্গে যারা দায়ী, তাদের জরিমানার আওতায় নিয়ে আসছে।
উপদেষ্টা আরো বলেন, এলপিজি গ্যাস বাইরে থেকে আমদানি করে বোতলজাত করা হয়। এটা গত বছরের তুলনায় এ বছর বেশি করা হয়েছে।
তিনি বলেন, বোতলজাত গ্যাস আমদানির বিষয়ে সরকার ২ পার্সেন্ট দেখে, বাকিটা বেসরকারি পর্যায়ে করা হয়।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


‘লাশটা শেষবারের মতো দেখতে চাই’, প্রবাসীর মায়ের আর্তনাদ