নির্বাচনি যুদ্ধে আমাদের জিততেই হবে: ইসি সচিব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৮: ১০
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৮: ৩৪
ফাইল ছবি

অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনি যুদ্ধকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, নির্বাচনী যুদ্ধে আমাদের জিততেই হবে, এর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, এটি একমুখী পথ, আর এই পথেই আমাদের এগোতে হবে। এটি আমাদের নৈতিক দায়িত্ব, আর এই অঙ্গীকার পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক টিওটি প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি আরও বলেন, আমি সব সময় বলি—সিভিল অফিসারদের ব্যবসায়িক মনোভাব থাকা উচিত, তবে সেই ব্যবসা মুনাফার জন্য নয়, বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণের জন্য। এটাই আমাদের কমিটমেন্ট। যদি আমরা এই কমিটমেন্ট থেকে বিচ্যুত হই, আমরা হারিয়ে যাব। তাই এই অঙ্গীকার থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই।

অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপপ্রয়োগ বিষয়ে সতর্ক করে আখতার আহমেদ বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ তথ্যপ্রবাহই অপতথ্যকে মুছে দেবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। নির্বাচন কমিশন এ বিষয়টি নিয়মিতভাবে মোকাবিলা করছে।

তিনি আরও বলেন, অপতথ্যের ক্ষেত্রে আমাদের প্রোঅ্যাকটিভ ও রিঅ্যাকটিভ উভয় ভূমিকাই নিতে হবে। আমি অনুরোধ করবো—আপনারা সঠিক তথ্য দিন। সঠিক তথ্যের প্রবাহই অপতথ্যকে দূর করবে। এর মাধ্যমে আমরা এআই–এর অপব্যবহারও নিয়ন্ত্রণে রাখতে পারব বলে আমি বিশ্বাস করি।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত