রাওয়ালপিন্ডি টেস্ট
স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার। শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে চারটি করে ছক্কা ও বাউন্ডারিতে ৬১ বলে এনে দিয়েছেন ৭১ রানের দুর্বার ইনিংস।
টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংস খেলার কীর্তির মালিক বনে গেছেন রাবাদা। মুথুসামির (৮৯*) সঙ্গে রাবাদার ৯৮ রানের জুটিতে প্রথম ইনিংসে ৪০৪ রানের পুঁজি পেয়েছে প্রোটিয়ারা। তাতে রাওয়ালপিন্ডি টেস্টে সুবিধাজনক অবস্থানে রয়েছে আফ্রিকার দেশটি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে বিপদেই পড়ে গিয়েছিল পাকিস্তান। ৬০ রান তুলতেই তারা খুইয়ে ফেলেছিল ৪ উইকেট। শেষ দিকে বাবর আজম (৪৯ ব্যাটিং) ও মোহাম্মদ রিওয়ানের (১৬ ব্যাটিং) ব্যাটে বিপদ খানিকটা সামাল দিয়েছে স্বাগতিকরা। পাকিস্তান এখন ২৩ রানে এগিয়ে।
রাবাদা দাপুটে ব্যাটিংয়ে ভেঙে দিয়েছেন ১১৯ বছরের পুরোনো রেকর্ড। ১৯০৬ সালের মার্চে কেপটাউন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৬২ রানের হার-না-মানা এক ইনিংস খেলেছিলেন বার্ট ভোগলার। অবশেষে তাকে ছাড়িয়ে গেলেন রাবাদা।
৩৮ বছর ২৯৯ দিন বয়সে টেস্ট অভিষেকে রেকর্ড গড়েছেন আসিফ আফ্রিদি। ইতিহাস গড়েও থামেননি পাকিস্তানের এই বয়স্ক ক্রিকেটার। অভিষেকেই বাঁহাতি এ স্পিনার শিকার করেছেন ৫ উইকেট। সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও নিজের করে নিয়েছেন আসিফ।
আসিফ ভেঙেছেন ইংলিশ স্পিনার চার্লস মেরিওটের ৯২ বছরের রেকর্ড। ইংল্যান্ডের সাবেক এ লেগ স্পিনার টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নিয়েছিলেন ১৯৩৩ সালে। তখন তার বয়স ছিল ৩৭ বছর ৩৩২ দিন। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে মেরিওট পান ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে তার পকেটে যায় ৬ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ৩৩৩ ও ৯৪/৪ (বাবর ৪৯*, ১৬*; হার্মার ৩/২৬)।
দক্ষিণ আফ্রিকা : প্রথম ইনিংসে ৪০৪ (মুথুসামি ৮৯*, স্টাবস ৭৬, রাবাদা ৭১, জর্জি ৫৫; আসিফ ৬/৭৯ ও নোমান ২/৯২)।
* তৃতীয় দিন শেষে
দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার। শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে চারটি করে ছক্কা ও বাউন্ডারিতে ৬১ বলে এনে দিয়েছেন ৭১ রানের দুর্বার ইনিংস।
টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংস খেলার কীর্তির মালিক বনে গেছেন রাবাদা। মুথুসামির (৮৯*) সঙ্গে রাবাদার ৯৮ রানের জুটিতে প্রথম ইনিংসে ৪০৪ রানের পুঁজি পেয়েছে প্রোটিয়ারা। তাতে রাওয়ালপিন্ডি টেস্টে সুবিধাজনক অবস্থানে রয়েছে আফ্রিকার দেশটি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে বিপদেই পড়ে গিয়েছিল পাকিস্তান। ৬০ রান তুলতেই তারা খুইয়ে ফেলেছিল ৪ উইকেট। শেষ দিকে বাবর আজম (৪৯ ব্যাটিং) ও মোহাম্মদ রিওয়ানের (১৬ ব্যাটিং) ব্যাটে বিপদ খানিকটা সামাল দিয়েছে স্বাগতিকরা। পাকিস্তান এখন ২৩ রানে এগিয়ে।
রাবাদা দাপুটে ব্যাটিংয়ে ভেঙে দিয়েছেন ১১৯ বছরের পুরোনো রেকর্ড। ১৯০৬ সালের মার্চে কেপটাউন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৬২ রানের হার-না-মানা এক ইনিংস খেলেছিলেন বার্ট ভোগলার। অবশেষে তাকে ছাড়িয়ে গেলেন রাবাদা।
৩৮ বছর ২৯৯ দিন বয়সে টেস্ট অভিষেকে রেকর্ড গড়েছেন আসিফ আফ্রিদি। ইতিহাস গড়েও থামেননি পাকিস্তানের এই বয়স্ক ক্রিকেটার। অভিষেকেই বাঁহাতি এ স্পিনার শিকার করেছেন ৫ উইকেট। সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও নিজের করে নিয়েছেন আসিফ।
আসিফ ভেঙেছেন ইংলিশ স্পিনার চার্লস মেরিওটের ৯২ বছরের রেকর্ড। ইংল্যান্ডের সাবেক এ লেগ স্পিনার টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নিয়েছিলেন ১৯৩৩ সালে। তখন তার বয়স ছিল ৩৭ বছর ৩৩২ দিন। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে মেরিওট পান ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে তার পকেটে যায় ৬ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ৩৩৩ ও ৯৪/৪ (বাবর ৪৯*, ১৬*; হার্মার ৩/২৬)।
দক্ষিণ আফ্রিকা : প্রথম ইনিংসে ৪০৪ (মুথুসামি ৮৯*, স্টাবস ৭৬, রাবাদা ৭১, জর্জি ৫৫; আসিফ ৬/৭৯ ও নোমান ২/৯২)।
* তৃতীয় দিন শেষে
আগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।
২ ঘণ্টা আগে৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
২ ঘণ্টা আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
৩ ঘণ্টা আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
৪ ঘণ্টা আগে