সংসদের জন্য ২৩২ কোটি টাকার বাজেট অনুমোদন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ মে ২০২৫, ২১: ০০
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের জন্য আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২৩২ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন। মঙ্গলবার জাতীয় সংসদে সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এ বাজেট অনুমোদন করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

২০২৪-২৫ অর্থবছরে জাতীয় সংসদের জন্য ৩৪৭ কোটি ১৩ লাখ টাকা অনুমোদন দিয়েছিল কমিশন। তবে সংশোধিত বাজেটে তা অর্ধেকের চেয়েও বেশি কমেছে। সংসদ না থাকায় এ ব্যয় কমেছে বলে জানা গেছে।

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ অর্থবছরের ১৫৪ কোটি ৪ লাখ ৫ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে। এ ছাড়া ২০২৫-২০২৬ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ২৩২ কোটি টাকা এবং ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২৪৩ কোটি ৬০ লাখ টাকা এবং ২০২৭-২০২৮ অর্থবছরে ২৫৫ কোটি ৭৮ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. মিজানুর রহমান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত