আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন আইনে আসছে পরিবর্তন : স্বাস্থ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন আইনে আসছে পরিবর্তন  : স্বাস্থ্য উপদেষ্টা

কিডনি ও লিভার প্রতিস্থাপন বাড়াতে সরকার অঙ্গপ্রত্যঙ্গ আইন পরিবর্তন করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টুরোডের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে "অন্তর্বর্তী সরকারের এক বছরে স্বাস্থ্যখাতের অর্জন এবং ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা" বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অঙ্গপ্রত্যঙ্গ আইন ইতোমধ্যে কেবিনেটে পাশ হয়েছে। আগামী সপ্তাহে আশা করা হচ্ছে আইন আকারে প্রকাশ পাবে। এতে করে কিডনি, লিভারসহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সহজেই প্রতিস্থাপন করা সহজ হবে।

তিনি বলেন, আমাদের দেশে কিডনি রোগী বাড়ছে। এজন্য এখন থেকে সরকারি-বেসরকারি সমন্বয়ে কিডনির ডায়ালাইসিস হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন