জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ছাত্র হলের নাম পরিবর্তন করতে গণভোটের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সঙ্গে শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর এই হলের নামকরণ করা হয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নামে। ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ফ্যাসিস্টদের নামে থাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্র হল 'মির্জা আজম হল'-এর নাম পরিবর্তনের দাবি করে আসছিল সাধারণ শিক্ষার্থীরা। দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিলে নতুন নাম নির্ধারণের ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে মতভেদ তৈরি হয়। কিছু শিক্ষার্থীর দাবি, গণঅভ্যুত্থান ধারণ করতে হলটির নাম 'বিজয় ’২৪' রাখা হোক। অপরদিকে কিছু শিক্ষার্থীর প্রস্তাব, যেহেতু জামালপুরে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, তাই জামালপুরের পুণ্যভূমিতে শায়িত 'হযরত শাহ্জামাল (র.)'-এর নামে নামকরণ করা হোক।
এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে হল প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলী আমার দেশকে জানান, আগামীকাল (বুধবার) ভোট পরিচালনা কমিটির নাম এবং মোট ভোটারের সংখ্যা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার সারা দিন ভোটগ্রহণ শেষে রাতেই ফলাফল ঘোষণা করা হবে। সর্বোচ্চ ভোট প্রাপ্ত নামটিই প্রশাসনিকভাবে গৃহীত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

