শাহজালালে আগুন, ফাইটারসহ দগ্ধ-আহত অনেকে

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৭: ৫৮
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৮: ০০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্যসহ আরো অনেকে দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দরের দায়িত্বরতরা কাজ করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত