মিয়ানমারে সশস্ত্র বাহিনীর উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৮: ৩৩

মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। মিয়ানমারে গত ২৮ মার্চ তারিখে সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দল বর্তমানে মিয়ানমারে অবস্থান করছে।

শুক্রবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

sena-1

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত এই মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায়, গতকাল শুক্রবার মিয়ানমার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ধ্বসে পড়া বিল্ডিং পরিদর্শন করা হয় এবং ক্লিয়ারিং অপারেশনের জন্য প্রতিবেদন দেয়া হয়। শনিবার সরকারি কিছু অফিসের বিল্ডিং এ ক্লিয়ারিং অপারেশনের পরিকল্পনা করছে।

উদ্ধার কার্যক্রমের পাশাপাশি, ১,০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি জেনারেল হাসপাতাল ও ১০০ শয্যাবিশিষ্ট লি ওয়ে হাসপাতালে বাংলাদেশ চিকিৎসক দলের বিশেষজ্ঞগণ ১৫০ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করেছে।

উল্লেখ্য, বাংলাদেশ মেডিকেল টিমের সার্জিক্যাল বিশেষজ্ঞগণ দুজন ক্যান্সার রোগীর জটিল অস্ত্রোপচারে অংশগ্রহণ এবং অর্থোপেডিক সার্জনগণ একটি জটিল সার্জারিতে অংশগ্রহণ করেন। এখন পর্যন্ত সর্বমোট ২২৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত