বিডিআর জওয়ানদের মুক্তিতে যমুনায় পদযাত্রা, শাহবাগে পুলিশের বাধা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১৪: ১৮

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনায় উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন বিডিয়ারের পরিবার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

বুধবার দুপুরে তাদের পদযাত্রা শাহবাগ পর্যন্ত গেলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। বর্তমানে তারা শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান করছেন। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com