ঢাকা-কক্সবাজারসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে ট্রেনের ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (২০ ডিসেম্বর) থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে।
এবার সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে ‘পন্টেজ চার্জ’ বা অতিরিক্ত মাশুল আরোপের মাধ্যমে ভাড়া বাড়ানো হয়েছে। এতে আসন ও রুটভেদে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ঢাকা–চট্টগ্রাম রুটে একমুখী দূরত্ব ৩৪৬ থেকে বেড়ে হচ্ছে ৩৮১ কিলোমিটার। এতে মেইল ট্রেনে ভাড়া বেড়েছে ১৫ টাকা, কমিউটারে ২০ টাকা, শোভন চেয়ারে ৪৫ টাকা, প্রথম সিটে ৬৪, স্নিগ্ধায় ৮০ এবং এসি বার্থে ১৪৩ টাকা। বিরতিহীন ট্রেনগুলোতে এই বৃদ্ধি আরো বেশি-সর্বোচ্চ ১৫৯ টাকা পর্যন্ত।
ঢাকা–কক্সবাজার রুটে দূরত্ব ৫৩৫ থেকে বেড়ে হচ্ছে ৫৮৬ কিলোমিটার। এ রুটে মেইল ট্রেনে ভাড়া বেড়েছে ২০ টাকা, কমিউটারে ২৫ টাকা, শোভন চেয়ারে ৬০, প্রথম সিটে ৯২, স্নিগ্ধায় ১১৫ এবং এসি বার্থে ২০৭ টাকা। বিরতিহীন ট্রেনে এই বৃদ্ধি সর্বোচ্চ ২২৬ টাকা। ঢাকা–সিলেট ও চট্টগ্রাম–সিলেট রুটেও ভাড়া বেড়েছে ১০ থেকে ১২৭ টাকা পর্যন্ত। একইভাবে চট্টগ্রাম–জামালপুর রুটে বৃদ্ধি ১০ থেকে ৬৯ টাকা এবং ঢাকা–দেওয়ানগঞ্জ রুটে ৫ থেকে ১৭ টাকা পর্যন্ত।
রেলওয়ে সূত্র জানায়, দীর্ঘদিন ভাড়া না বাড়ানো, অবকাঠামো রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধি ও নতুন সেতু নির্মাণের কারণে আয় বাড়াতে পুরোনো সেতুগুলোকে ‘অতিরিক্ত দূরত্ব’ বিবেচনায় আনা হয়েছে। আগে প্রতি কিলোমিটার সেতুকে ১৭ কিলোমিটার হিসেবে ধরা হলেও এখন তা ২৫ কিলোমিটার হিসাব করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর ফলে বিভিন্ন রুটে দূরত্ব বেড়ে যাওয়ায় ভাড়াও বেড়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

