বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া শোকবার্তায় তিনি বাংলাদেশের এই প্রভাবশালী নারী নেত্রীর প্রয়াণে দুঃখ প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবার, ব্যক্তিগত বন্ধুবান্ধব এবং রাজনৈতিক সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
মমতা ব্যানার্জি তার বার্তায় লিখেছেন, “বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সহকর্মীদের সমবেদনা জানাচ্ছি।” তিনি খালেদার রাজনৈতিক উচ্চতা ও জনপ্রিয়তার প্রতি সম্মান প্রদর্শন করেছেন।
৭৯ বছর বয়সে মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ অসুস্থতার পর মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। তার প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার পর ভারতের কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্যের নেতৃবৃন্দ শোকবার্তা দিয়েছেন।
মমতা ব্যানার্জির শোকবার্তার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তাকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বিশেষ মর্যাদা দিয়েছেন। মোদি ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতের স্মৃতিও স্মরণ করেছেন।
দুই বাংলার শীর্ষ রাজনৈতিক নেতাদের এই শোকবার্তা প্রমাণ করে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য ও শ্রদ্ধেয় নেত্রী। তার মৃত্যুতে ঢাকার ভারতীয় হাইকমিশনসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন শোক ও সমবেদনা জানাচ্ছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

