আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার মৃত্যুতে ইরানী দূতাবাসের শোকবার্তা

সিনিয়র রিপোর্টার

খালেদা জিয়ার মৃত্যুতে ইরানী দূতাবাসের শোকবার্তা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশে অবস্থিত ইরানি দূতাবাস।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি, পাশাপাশি বিএনপির নেতৃত্ব ও সদস্যদের প্রতি ইরান গভীর সমবেদনা জানাচ্ছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন একজন বিশিষ্ট জাতীয় নেতা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তার রাজনৈতিক জীবনে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জনজীবনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্বকালীন সময়ে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও ইরানের ইসলামি প্রজাতন্ত্রের মধ্যে গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল।

দূতাবাস তার পরিবারবর্গের প্রতি, বিশেষ করে তার ছেলে তারেক রহমানের প্রতি, পাশাপাশি তার সহকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন