৫৮ দিনের নিষেধাজ্ঞার পর সাগরে মাছ ধরা শুরু

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১০: ৩০
আপডেট : ১২ জুন ২০২৫, ১১: ২৭

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু হয়েছে। বুধবার রাত ১২টা পর্যন্ত মাছ ধারার ওপর নিষেধাজ্ঞা ছিলো। বৃহস্পতিবার ভোর থেকে পটুয়াখালীর ও বরিশালের জেলেরা মাছ ধরা শুরু করেন।

বিজ্ঞাপন

গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার। আগে এই নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ৬৫ দিন।

প্রতিবছর দেশে মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল ২০ মে থেকে ২৩ জুলাই, ৬৫ দিন। আর ভারত ছিলো ১৫ এপ্রিল থেকে ১৪ জুন, ৬১ দিন। জেলেদের অভিযোগ, বাংলাদেশের নিষেধাজ্ঞা বলবৎ থাকার মধ্যে প্রায় ৩৯ দিন ভারতীয় জেলেরা দেদারে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যান।

জেলেদের অভিযোগের পর সরকার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করে প্রজ্ঞাপন জারি করে, তাতে প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন নির্ধারণ করা হয়। একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও। এ ক্ষেত্রে ভারতের নিষেধাজ্ঞো বলবৎ থাকার দুই দিন আগে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে।

এমবি

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত