সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমন আলী বলেছেন, সংবিধান কে বানায়; জনগণই বানায়। জনগণ একজনকে নির্বাচিত করে সংসদে পাঠায় তার হয়ে কথা বলার জন্য, তারাই বানায়। আমারা যদি দুর্নীতিবাজদের ভোট দিয়ে সংসদে পাঠাই তাহলে ভালো কিছু আশা করা যাবে না। আমরা যদি চিন্তভাবনা করে ভালো লোক সংসদে পাঠাই,তাহলে ভাল কিছু হবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ব্যারিস্টার নাজির আহমেদের আইন, সংবিধান ও নাগরিক অধিকার ও একটি মানবিক বাংলাদেশের প্রত্যাশায় গ্রন্থদ্বয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি।
তিনি বলেন, আপনারা যারা ভোট দেবেন, কি হিসেব করে দিবেন। যদি মনে করেন কাউকে ভোট দিয়ে পাঠালে সেও উপার্জন করবে, আপনিও করতে পারবেন। তাহলে আমাদের দেশে দুর্নীতি থেকেই যাবে। সুতরাং দুর্নীতিতে থাকা না থাকা জনগণের হাতে। সততা যদি আমাদের মনের ভিতরে থাকে, তাহলে আমরা কিভাবে আশাকরি সমাজ সৎ হবে।
সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচাপতি বলেন, আইন শাসন কখন প্রতিষ্ঠা হয় যখন মানুষ ন্যায় বিচার পায়। আমাদের দেশের মানুষ ন্যায় পায় বলে মনে হয় না। এজন্য ন্যায় বিচার পেতে সৎ লোকের শাসন জরুরি।
ব্যারিস্টার নাজির আহমদ তার বক্তব্যে বলেন, জাতির গুরুত্বপূর্ণ সময়ে আইন, সংবিধান ও নাগরিক অধিকার এবং একটি মানবিক বাংলাদেশের প্রত্যাশায় ২টি বই উপহার দিলাম। পাঠকের চিন্তাজগতে নতুন দার উন্মোচন হবে। আশাকরি দেশবাসী উপকৃত হবে।
অনুষ্ঠানে সাবেক জেলা জজ ও সুপ্রীম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল বিচারক ইকতেদার আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক সিনিয়র বিচারপতি এএফএম আব্দুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, লন্ডন প্রবাসী ডা. এম আজিজ, বিশিষ্ট প্রকাশক আমিনুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী এডভোকেট এটিএম মিজানুর রহমান, বিশিষ্ট আইনজীবী বাংলাদেশের সুপ্রিম কোর্ট আপিল বিভাগের এডভোকেট পারভেজ হোসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মুজাক্কের হোসাইন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

