আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সভায় মাহমুদুর রহমান

জুলাই গণহত্যার বিচারে বাধা সৃষ্টিকারীরা ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে

স্টাফ রিপোর্টার
জুলাই গণহত্যার বিচারে বাধা সৃষ্টিকারীরা ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন—পৃথিবীর ইতিহাসে যুগে যুগে বিভিন্ন বিপ্লবে বিভিন্ন নায়কের জন্ম হয়, জুলাই বিপ্লবের নায়করা তেমনি ভবিষ্যতে এদেশের দীপশিখা হয়ে থাকবে। মুগ্ধ, ইয়ামিন, আনাসসহ শত শহীদরা এ দেশে আমাদের বিপ্লবের নায়ক হিসেবে থাকবে।

মঙ্গলবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জুলাই গণহত্যার বিচার: আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মাহমুদুর রহমান বলেন—সবচেয়ে অনুতাপের বিষয় হচ্ছে যারা এ গণহত্যা চালিয়েছিল সেই ফ্যাসিস্টদের কাউকেই এখনো পর্যন্ত অনুশোচনা করতে দেখি না। তারা এক দানব সিস্টেম তৈরি করেছিল এদেশে । এই গণহত্যা শুধু গাজার গণহত্যার সঙ্গেই তুলনীয়, তাও সেটি ভিন্ন জাতিরা চালাচ্ছে অন্য জাতির বিরুদ্ধে। কিন্তু হাসিনা এ জাতির বিরুদ্ধেই গণহত্যা চালিয়েছিল।

জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, এ বিচার হতেই হবে। যারা এ বিচার বাধাগ্রস্ত করবে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

বিগত ১৫ বছরে তার প্রতি হাসিনার দমন পিড়নের সামান্য কিছু বিষয় উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন—আমার বিরুদ্ধে ১২৫টি মিথ্যা মামলা করা হয়েছিল, যার মধ্যে হাসিনাপুত্র জয়কে হত্যা প্রচেষ্টার মতো সাজানো মামলাও ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন