আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের ব্যাপক সংঘর্ষ

স্টাফ রিপোর্টার

পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের ব্যাপক সংঘর্ষ

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পুলিশের সঙ্গে মোবাইল ফোন ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে।

প্রতক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ২ টার দিকে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। ব্যবসায়ীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আশপাশের দোকানপাট। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার ব্যবস্থা (এনইআইআর) চালুর প্রতিবাদে এবং গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে কারওয়ান বাজার সড়ক অবরোধে নামেন আন্দোলনকারীরা। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। একই সঙ্গে টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপের খবর পাওয়া গেছে। পাল্টা বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বর্তমানে সেখানে পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন