আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গণভোট ও সংসদ নির্বাচন: ব্যয় ছাড়াচ্ছে ৩ হাজার ১০০ কোটি টাকা

স্টাফ রিপোর্টার

গণভোট ও সংসদ নির্বাচন: ব্যয় ছাড়াচ্ছে ৩ হাজার ১০০ কোটি টাকা

আসন্ন গণভোট ও ত্রয়োদশ নির্বাচন আয়োজনের জন্য ৩ হাজার ১০০ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৮ জানুয়ারি) কমিশনের এক বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

অনুমোদিত বাজেটের মধ্যে নির্বাচন পরিচালনা খাতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা। গণভোট, পোস্টাল ব্যালট ও অন্যান্য আনুষঙ্গিক খাতে ব্যয় ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। তবে প্রয়োজন অনুযায়ী এ খাতে বরাদ্দ আরও বাড়তে পারে বলে জানিয়েছে ইসি।

বিজ্ঞাপন

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ব্যয় হয়েছিল ২ হাজার ২৭৬ কোটি টাকা। এ প্রসঙ্গে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এবার গণভোট ও পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ অন্তর্ভুক্ত থাকায় স্বাভাবিকভাবেই ব্যয় আগের চেয়ে বাড়ছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন