ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকা ছেড়েছেন। সোমবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে তিনি ঢাকা ছাড়েন।
শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে তিনি ঢাকায় আসেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দেয়া হয় গার্ড অব অনার।
ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে প্রধান উপদেষ্টার বৈঠক করেন। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করেন, বিশেষ গুরুত্ব দেন বাণিজ্য, সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা।
এরপর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আলাদাভাবে সফররত ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর একটি হোটেলে শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

