ইবতেদায়ী শিক্ষকদের পদযাত্রা পুলিশি অ্যাকশনে ছত্রভঙ্গ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১৬: ৪৯

জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের পদযাত্রা পুলিশি অ্যাকশনে ছত্রভঙ্গ হয়ে গেছে। পুলিশ এসময় আন্দোলনকারী শিক্ষকদের ওপর লাঠিপেটা, গরম পানি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। রোববার দুপুরে শাহবাগে মোড়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানান, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। পরে সেখান থেকে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে সেখানে সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। এসময় অনেকে আহত হয় বলে জানা গেছে।

পরে পুলিশের সহায়তায় শিক্ষকদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার প্রস্তুতি নেন। বিকাল সাড়ে তিনটার দিকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক শামসুল আলম আমার দেশকে জানান, স্মারকলিপি দেয়ার জন্য তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কাছে অপেক্ষায় আছেন।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো—স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা; রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদরাসাগুলো মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ।স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার আলাদা নীতিমালা; পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদন; প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেওয়া;

এবং প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলার অনুমোদনের ব্যবস্থা নেওয়া।

এর আগে জাতীয় প্রেসক্লাবে অবস্থান ধর্মঘট কর্মসূচির ৬ ষ্ঠ দিনে শুক্রবার এই পদযাত্রা ও স্মারকলিপি প্রদানে ঘোষণা দেন শিক্ষকরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত